শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভাইরাল নাচের ভিডিও নিজেই শেয়ার করলেন মোদি

ভারতে চলছে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোট গ্রহণ। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের এক ভিডিও শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটিতে তাকে এক মঞ্চে কায়দা করে হাঁটতে এবং নাচতে দেখা যাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করে মোদি লিখেছেন, নিজেকে নাচতে দেখে আনন্দ পেলাম।

সোমবার (৬ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভিডিওটি প্রথমে এথেয়িস্ট কৃষ্ণ নামের একটি এক্স হ্যন্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। এর সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, এই ভিডিওটি পোস্ট করছি, কারণ আমি জানি এর জন্য “ডিক্টেটর” আমাকে গ্রেপ্তার করবে না।

আর এই ভিডিওটিই ফের শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের সকলের মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের ভরা মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ