এবার পবিত্র হজের খোতবা দেবেন মসজিদুল হারামে ইমাম ও খতিব শায়েখ ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি।
হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে হারামাইনের অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেইজ।
আগামী ৯ জিলহজ আরাফার দিন তিনি মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের সালাত পড়িয়ে হজের খোতবা দেবেন।
সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় শায়েখ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি।
ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের ৭ জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। হিফজ সম্পন্ন করার পর মদিনার টিসার্স কলেজে ভর্তি হন এবং সেখান থেকে একজন গণিতের শিক্ষক হিসেবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, “ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল” তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব “তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ” এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তার কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। ১৪২৬-২৭ হিজরির রমজানে মসজিদে নববী সা:- এর সহকারী ইমামের দায়িত্ব প্রাপ্ত হন। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। এখনো তিনি এ পদে সমাসীন রয়েছেন।









