বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব বিন তৈয়ব।
বুধবার (৩১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন আপসহীন নেত্রী। জাতীয় স্বার্থে তাঁর দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায়ও তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর শাসনামলে ধর্মীয় মূল্যবোধ, ইসলামি শিক্ষা এবং আলেম-উলামাদের মর্যাদা সংরক্ষিত ছিল। কওমি ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি তাঁর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ধর্মীয় স্বাধীনতা ও মুসলমানদের ন্যায্য অধিকার রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছে। আমরা জামিয়া আরাবিয়া জিরির পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।











