বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

হবিগঞ্জে ৫ ট্রাক ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারী আটক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ৫টি ট্রাক ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারীকে আটক করা হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, বিরামচর এলাকায় গতকাল বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও চোরাকারবারিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। প্রতি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ৯০০ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য কোটি টাকার উপরে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের গডফাদারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। আজ শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ