বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফনকার্যে সবার আগে কবরে নামেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন।
বুধবার একত্রিশ ডিসেম্বর বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে খালেদা জিয়ার লাশ জিয়া উদ্যানে নেওয়া হয়। পরে বিকেলের দিকে দাফন সম্পন্ন হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
দাফনকে ঘিরে সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। জানাজা ও দাফনে লাখ লাখ মানুষ অংশ নেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।











