শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে মহিষ নিয়ে যাওয়ার সময় দুই মুসলিমকে পিটিয়ে হত্যা করল গরু রক্ষকরা

ভারতের ছত্তিশগড়ে গরু রক্ষার নামে দুই মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় গুরুতর আহত আরো একজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

শুক্রবার দিবাগত রাত (৮ জুন) গরু পাচারকারী আখ্যা দিয়ে মুসলিমদের হত্যা করা হয়। নিহতদের নাম চাঁদ মিঞা ও গুড্ডু খান। এই ঘটনায় আহত হয়েছেন গুরুতর সাদ্দাম কোরেশি নামের আরেকজন। তারা উত্তর প্রদেশের সাহারনপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ট্রাকে করে মহিষ নিয়ে যাচ্ছিলেন ৩ মুসলিম। এসময় ১৫-২০ জনের  উগ্র হিন্দুত্ববাদী গরু রক্ষকদের একটি দল মহিষ নিয়ে যাওয়া মুসলিমদের ওপর হামলা চালায়। ট্রাক থেকে নামিয়ে মুসলিমদের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। হিন্দুত্ববাদীদের হামলায় ঘটনা স্থলেই দু’জনের মৃত্যু হয়। হত্যার পর গরু রক্ষকরা মুসলিমদের লাশগুলো নদীতে ফেলে দেয়।

পরে পুলিশ নদীর পাড় থেকে দুই জনের লাশ ও এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। রাইপুরের পুলিশ সুপার সন্তোষ সিংহ জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ