শুক্রবার, মে ৯, ২০২৫

আমেরিকায় মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

spot_imgspot_img

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরইমধ্যে ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তা তিন হাজার একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে।

দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মীভূত ও ৩০ জন নিহত হয়। এরপর আবার সেখানে অগ্নিকাণ্ড শুরু হল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img