শুক্রবার, মে ৯, ২০২৫

এনবিআর থেকে মতিউরকে সরিয়ে দুর্নীতিবাজদের রক্ষা করছে সরকার

spot_imgspot_img

এনবিআর থেকে মতিউর রহমানকে সরিয়ে চোর ও দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম।

আজ রোববার (২৩ জুন) এক বিবৃতিতে নেতৃদ্বয় এ মন্তব্য করেন।

নেতারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দুর্নীতির কারণে তার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে সরকার। শুধু তাই নয় মতিউরকে তার পরিবারসহ দেশত্যাগে সরকার সহযোগিতা করেছে।

তারা আরও বলেন, বেনজির, মতিউর, আজিজদেরকে সরকার কৌশলে বাঁচিয়ে দিচ্ছে। এ সকল দুর্নীতিবাজদেরকে কেবলমাত্র পদ থেকে সরিয়ে দেওয়াই সমাধান নয়। বরং এদেরকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিতে হবে, সেইসাথে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এবং বিদেশে পাচারকৃত সকল টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img