বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

‘স্বাস্থ্যবিধি মেনে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলার সময় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।

দলমত নির্বিশেষে সব অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img