শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

আজ ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচন, ভরাডুবি হতে পারে ঋষি সুনাকের দলের

আজ ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি। এবারের নির্বাচনে লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভরাডুবি হতে পারে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।

বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত।

এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য হাউস অব কমন্সের ৬৫০ জন এমপিকে (পার্লামেন্ট সদস্য) বেছে নেবেন ভোটাররা।

এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তবে ৩৫টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা মাত্র একজন করে।

নির্বাচন নিয়ে করা সমীক্ষাগুলোতে দেখা গেছে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪টিতে জয় পাবে লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪টি আসনে জয় পেতে পারে।

অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক ও সংস্থাগুলো জানিয়েছে লেবার কম ব্যবধানেই জিতবে। তবে কেউই কনজারভেটিভরা আবারও জয় পাবে এমন কিছু বলেনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ