শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ইসরাইলী হামলায় ২৭ ফিলিস্তিনী শহীদ

গাজ্জায় দখলদার অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত ২৭ জন ফিলিস্তিনী শহীদ হয়েছে। তাদের মধ্যে দুইজন ফিলিস্তিনী সাংবাদিকও আছেন।

শনিবার (৬ জুলাই) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজ্জার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে অন্তত এগারো জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এ ছাড়া গাজ্জার উত্তরাঞ্চলে গাজ্জা সিটিতে আরেক বাড়িতে বোমাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছে দুইজন।

ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরাইলি বাহিনী কেন্দ্রীয় গাজ্জার পাশের মাগাজি ও নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং ইউএনআরডব্লিউ এর গুদামে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন শহীদ হয়েছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলের অভিযানে পর সেখানে শহীদদের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজ্জায় শহীদদের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ হাজার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ