শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ব্রিটেনের ২২ সদস্যের নতুন মন্ত্রিসভায় যারা আছেন

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রীসভায় ২২ জন এমপিকে নিয়োগ দিয়েছেন। যার মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরাঙ্কুশ জয় পায় বিরোধি দল লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৪১২টি আসনে জয় পায় লেবার পার্টি। অন্যদিকে এ নির্বাচনে ধরাশায়ী হয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তারা এবার পেয়েছে ১২১টি আসন।

নির্বাচনে ভরাডুবির পর ঋষি সুনাক প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করেন স্টারমার। সেখান থেকে সরকার গঠনের অনুমতি পেয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে জাতির উদ্দেশে ভাষণ দেন। এরপরই শুরু হয় তার মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া।

প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ শুক্রবারই ২২ সদস্যের মন্ত্রিসভার গঠনের কথা জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়না, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি, স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন, জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড, আইনমন্ত্রী শাবানা মাহমুদ, বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ড, শ্রম ও পেনশন মন্ত্রী লিজ কেন্ডাল, পরিবেশমন্ত্রী স্টিভ রিড, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি–বিষয়কমন্ত্রী পিটার কাইলি, সংস্কৃতি–বিষয়ক মন্ত্রী লিসা নন্দী, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং,  পরিবহণমন্ত্রী লুইস হাইগ।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ