শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

তেল আবিবে ইহুদিবাদীদের বিক্ষোভ; নেতানিয়াহুর পদত্যাগের দাবি

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে আটকে থাকা ইহুদিবাদী পণবন্দিদের মুক্তির দাবিতে ইসরাইলের রাজধানী তেল আবিবে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে ইহুদিবাদীরা।

গতকাল রবিবার (৭ জুলাই) রাজধানী তেল আবিবের একটি প্রধান হাইওয়ে বন্ধ করে তারা এই বিক্ষোভ করে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, তেল আবিবের বিক্ষোভকারীরা নগরীর আয়ালোন মহাসড়ক বন্ধ করে দেয়। এসময় তারা নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগান দেয়। এর আগে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করে ইহুদিবাদীরা। তারা নেতানিয়াহু মন্ত্রিসভার পতন ঘটিয়ে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানায়। সেই সাথে যুদ্ধবিরতি চুক্তি প্রতিহত করার জন্য নেতানিয়াহু যেসব প্রচেষ্টা চালাচ্ছেন তা বানচাল করে দেয়ার জন্য ইসরাইলি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানায় তারা।

তেল আবিব থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, নেতানিয়াহু ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সকল শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। কিন্ত নেতানিয়াহু তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে চুক্তি করতে দিচ্ছেন না।

সূত্র- ইরনা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img