নাটোরের গুরুদাসপুরে বিপরীতমুখী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হক (২৯) নামে ইউনিয়ন ভূমি কর্মচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি আহত হন। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আয়নাল হক নাজিরপুরের বৃন্দবনপুর গ্রামের মৃত কুরবান আলী শেখের ছেলে।
গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শুক্রবার বিকালে আয়নাল হক মোটরসাইকেলে নাজিরপুর বাজার হতে চন্দ্রপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রুহুল আমিন নামে একজনের মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আয়নাল হক ও তার সঙ্গে থাকা নাজিরপুর ভূমি কর্মকর্তা শ্রী গোপাল সরকার গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে আয়নাল হক মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।