বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

আনিসুল-সালমান ১০ দিনের পুলিশ রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন।

গতকাল রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল ও সালমানকে গ্রেপ্তার করে পুলিশ। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সজীব দুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত আবেদন মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোনও আইনজীবী ওকালতনামা জমা দেয় নি। একইসাথে রাষ্ট্রপক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিল না।

হত্যা মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img