‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গান গেয়ে বিপাকে কংগ্রেস সেবা দলের কর্মী বিদ্যুৎ ভূষণ দাস (৭৪)। বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া দেশদ্রোহের শামিল বলে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শ্রীভূমির ‘অপরাধী’ কংগ্রেসিদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আসাম পুলিশকে এই নির্দেশ দেন।
তিনি বলেন, অপরাধী নেতাদের শিগগিরই গ্রেফতার করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার আসামের করিমগঞ্জ জেলার শ্রীভূমি শহরে কংগ্রেস সেবাদলের বৈঠকে স্থানীয় এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি পরিবেশন করেন। এই গান বাংলাদেশের জাতীয় সংগীত।









