ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন।
মোদি আরও বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
সূত্র: এনডিটিভি










