গাজ্জার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন নারী সাংবাদিকসহ ২৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। খান ইউনিস শহরে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে ইসরাইলি হামলায় তা শহিদ হন।
এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক হেবা আল-আবাদলা এবং তার মাও রয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, উপত্যকায় ইসরাইলের অব্যাহত অবরোধের কারণে স্বল্প সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান কাজ চালানো হচ্ছে।
গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল ধ্বংসস্তূপ অপসারণের জন্য ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। যার ফলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া ফিলিস্তিনিদের লাশ উদ্ধারে বাধা সৃষ্টি হচ্ছে।
বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামের অভাবে ফিলিস্তিনি পরিবারগুরো লাশ বা পোশাক দেখে স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭১ হাজারের ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজ্জা কর্তৃপক্ষ বারবার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।
সূত্র: আনাদোলুর











