শুক্রবার, মে ৯, ২০২৫

দেশের শ্রমজীবী মানুষেরা আজ নির্যাতিত: ড. আহমদ আবদুল কাদের

spot_imgspot_img

খেলাফত মজলিস-এর মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের শ্রমজীবী মানুষেরা আজ নানাভাবে নির্যাতিত। তারা শ্রমের ন্যায্য বিনিময় পাচ্ছে না। করোনার মহাদুর্যোগের মধ্যে সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। এতে হাজার হাজার পাটকল শ্রমিক বেকার হয়ে পরেছে। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ৫টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এখন আখ মাড়াইয়ের ভরামৌসুম চলছে। এতে আখ চাষীরা বিপাকে পরেছে আর চিনিকলের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রমজীবী মানুষের উপর রাষ্ট্রের এ অমানবিক আচরণ বন্ধ করতে হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) শ্রমিক মজলিস আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা হাজী নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা ও বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মাদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা আজিজুল হক, প্রভাষক আবদুল করিম প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img