বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ৪ দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২০ আগষ্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করে।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। পরে আদালত দিপু মনি ৪ ও আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।









