ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর সামরিক বাহিনী । এই হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ আগষ্ট) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ইসরাইল হুদাইদা নগরীর তেল সংরক্ষণাগার এবং বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলের সামরিক বাহিনীও বিমান হামলার কথা নিশ্চিত করেছে।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেন, গাজ্জার প্রতি সমর্থন বন্ধ করার জন্য ইসরাইল ইয়েমেনের উপর চাপ সৃষ্টি করা চেষ্টা করছে। তবে তা ব্যর্থ হবে। এর বিপরীতে এই হামলার জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে।।
ইয়েমেনের হুথি আনাসরুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক আল-হুথি ওই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ধারণা করা হচ্ছে- মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো একসাথে ইসরাইলের বিরুদ্ধে বড় কোনো অভিযান চালাতে পারে।
সূত্র: পার্সটুডে











