নেপালের মারস্যংদি নদীতে বাস উল্টে মৃত্যু বরণ করলো ভারতের ১৪ পর্যটক।
শুক্রবার (২৩ আগস্ট) সেন্ট্রাল নেপালের তানাহুন জেলার আনবু খাইরেনিতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তারা ১৪ জনের লাশ উদ্ধার করেন। আহতদের প্রেরণ করেন নিকটস্থ হাসপাতালে।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আজ পোখরা থেকে কাঠমুন্ডু যাওয়ার পথে একটি ভারতীয় পর্যটক বাস উল্টে মারস্যংদি নদীর ১৫০ মিটার গভীরে তলিয়ে যায়। এতে ৪৩ জন ভারতীয় পর্যটক ছিলেন। স্থানীয় প্রশাসন ও লোকজনের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। এই দুর্ঘটনায় বাসে থাকা আমাদের নাগরিকদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। চিকিৎসার উদ্দেশ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: আনাদোলু










