মুসলিমদের ৩য় পবিত্রতম স্থান মসজিদে আকসায় অনুপ্রবেশে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সোমবার (২৬ আগস্ট) অবৈধ রাষ্ট্রটির প্রাচীন ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয় মসজিদে আকসায় অনুপ্রবেশে অর্থায়নের ঘোষণা দেয়।
ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ঘোষণায় প্রাচীন ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, নির্ধারিত ২দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও ইসরাইলী বসতি স্থাপনকারীদের মসজিদে আকসা পরিদর্শন ও ঘুরাফেরা বাড়াতে তহবিল গঠন করেছি আমরা। এতে ২ মিলিয়ন শেকেল (৫৪৫ হাজার ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় তত্বাবধানে আমরা মসজিদে আকসা গমন ও পরিদর্শন কার্যক্রম শুরু করতে পারবো।
এর পূর্বে অবৈধ রাষ্ট্রটির উগ্র ইহুদিবাদী নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর প্রথমবারের মতো মসজিদে আকসায় ইহুদিদের উপাসনালয় সিনেগগ নির্মাণের ইচ্ছার কথা স্পষ্টভাবে জানান।
ইতোপূর্বে এতে ইহুদিদের উপাসনার সুযোগ প্রদানের বিষয়ে কথা বললেও কখনোই সিনেগগ নির্মাণের স্পষ্ট বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।
২০২৩ থেকে তার ছত্রছায়ায় ইহুদিবাদীরা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিদিন মসজিদে আকসায় প্রার্থনা করা শুরু করে। এসব তাণ্ডবে ইসরাইলী পুলিশদেরও হামলা ও সহায়তা করতে দেখা যায়। এর পূর্বে মসজিদে আকসা কর্তৃপক্ষ ইহুদি ধর্ম মোতাবেক শুধুমাত্র শুক্র-শনি দু’দিন উপাসনার অনুমোদন দিয়েছিলো।
এছাড়া ঘনঘন প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে মসজিদে আকসাকে মুসলিমদের পদচারণা শূন্য রাখতেও দেখা যায় ইসরাইলকে। যার ফলে অভিযোগ উঠে, মসজিদে আকসায় থার্ড টেম্পল নির্মাণকে বাঁধামুক্ত রাখতে নিষেধাজ্ঞা ও ইহুদিবাদী সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে অবৈধ রাষ্ট্রটির সরকার। কিন্তু সংবাদ ও গণমাধ্যমের প্রশ্নের মুখে বরাবরই অস্বীকার করে আসছিলো তারা।
সূত্র: আল জাজিরা











