শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কলকাতার পর এবার রাজস্থানে ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ

কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষন ও হত্যার রেশ কাটতে না কাটতেই এবার রাজস্থানে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ আগষ্ট) ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত সরকারি মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে দুই যুবক মিলে এক কিশোরীকে ধর্ষন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে মেয়েটিকে একা পেয়ে ওই দুই যুবক তার কাছে যায়। তারা তার সঙ্গে কথাবার্তা বলছিল এবং তাকে হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য ডাম্পইয়ার্ডের পিছনে একটি নির্জন জায়গায় নিয়ে যায় যেখানে তারা অপরাধটি করেছিল।

প্রতাপ নগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ অনিল কুমার জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় ওই কিশোরী। তার পরিবার বিভিন্ন জায়গায় তার সন্ধান করেছিল, কিন্তু তারা তাদের মেয়েকে খুঁজে না পেয়ে সোমবার সুরাসাগর থানায় নিখোঁজ ব্যক্তির ডায়েরি করে।

সোমবার সন্ধ্যায় পুলিশ হাসপাতালের কাছে ওই কিশোরীকে খুঁজে পায় এবং তার পরিবারকে খবর দেয়। পরে নির্যাতিতা কিশোরী নিজেই তার বাবা-মা এবং পুলিশকে পুরো বিষয়টি জানায়।

মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরের মধ্যে অপরাধের ঘটনাস্থল থেকে একটি ফরেনসিক দল আলামত সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য দল গঠন করা হয়েছে।

হাসপাতালের সুপার ড. ফতাহসিং ভাটি জানিয়েছেন, পুলিশ সন্দেহভাজনদের সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তাদের এখনও কিছু জানায়নি, তবে অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে যে, অভিযুক্তদের মধ্যে একজন আগে চুক্তির ভিত্তিতে হাসপাতালে নিযুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালের কর্মীদের ঘটনাস্থলের চারপাশে আলোর কোনও অভাব রয়েছে কি না সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত আলো সহ সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ