শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

আমেরিকায় ট্রেনে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, নিহতরা সবাই আজ ভোরে ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল। এ অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন, তবে তাদের সঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ, এবং সিটিএ যৌথভাবে কাজ করে গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ