গাজ্জায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলা আরও ১৫ জন আহত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।
বার্তা সংস্থা ওয়াফা জানায়, মৃতদের মধ্যে অন্তত আটজন উত্তর গাজ্জার জাবালিয়ায় হালিমা আল-সাদিয়া স্কুলে শরণার্থী তাঁবুতে থাকতেন।
ওয়াফা আরও জানায়, আরো একটি পৃথক ঘটনায় মধ্য গাজ্জার নুসিরাত ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।











