সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে নিজের ইচ্ছা প্রকাশ্যে এনেছেন দেশটির উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ফরাসি ভাষায় প্রচারিত ইউরোপের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শুধুমাত্র ফিলিস্তিন দখল করেই ক্ষ্যান্ত হবে না ইসরাইল, বরং সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত দখল করবে ইহুদি সেনারা।”
ফ্রান্সের ‘এআরটিই’ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোট্রিচ আরো বলেন, “আমি এমন একটি ইসরাইল রাষ্ট্র চাই, যা ইহুদিদের মূল্যবোধ অনুযায়ী পরিচালিত হবে।”
প্রসঙ্গত, ভূমধ্যসাগর থেকে শুরু করে জর্দান নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি অবৈধভাবে দখল করে গঠন করা হয়েছে বর্তমানের ইসরাইল রাষ্ট্রটি। সাক্ষাৎকারে, ইসরাইল তার সার্বভৌমত্ব প্রসারিত করতে চায় কিনা তা জিজ্ঞাসা করা হয়। এসময় তিনি কুৎসিত হাসি দিয়ে বলেন, “ঠিক আছে, তবে তা হবে একটু একটু করে।”
উল্লেখ্য, উগ্র এই অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ জর্দান। এই ধরনের বক্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছে দেশটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











