মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইয়াহইয়া সিনওয়ার ঝড়ে ধ্বংস হবে ইসরাইল: খালেদ মাশাল

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ও সাবেক প্রধান খালেদ মাশাল বলেছেন, ইয়াহইয়া সিনওয়ারের নেতৃত্বে ইসরাইলবিরোধী যে সংগ্রাম শুরু হয়েছে তা দখলদার ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

তুরস্কের ইস্তাম্বুল শহরে সিনওয়ারের স্মরণে আয়োজিত এক শোক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খালেদ মাশাল বলেন, সিনওয়ার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে একটি ঝড় তুলেছিলেন এবং ভূমিকম্পের মতো বিরাট ঝাঁকুনি দিয়েছেন যা ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

খালেদ মাশাল আরও বলেন, শত্রুরা সিনওয়ারকে প্রতিকূল ভাগ্যের মুখোমুখি করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাঁর জন্য একটি সম্মানজনক ভাগ্য নির্ধারণ করেছেন। তিনি ছিলেন সাহসী অস্তিত্ব এবং সম্মানজনকভাবে তিনি শাহাদাতবরণ করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি নৃশংসতার মোকাবেলা অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় নিশ্চিত করে- এমন যেকোনও পদ্ধতিকে স্বাগত জানাবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ