দখলকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিষয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনকারীদেরকে সতর্ক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সতর্কবার্তায় বলা হয়েছে, এমন কর্মকাণ্ডের মাধ্যমে গুরুতর বিপদ ডেকে আনছে ইসরাইল।
শনিবার (২ নভেম্বর) হামাসের সিনিয়র নেতা মুহাম্মাদ মারদাউই এক বিবৃতিতে এ সতর্ক বার্তা প্রদান করেন।
মারদাউই বলেন, “দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা হাতে নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ও চরমপন্থী ইসরাইলি সরকার -তার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করছি আমরা।”
তিনি আরো বলেন, “পশ্চিম তীরে জনসংখ্যার রদবদল ঘটিয়ে তা ইসরাইলের সাথে অবৈধভাবে সংযুক্ত করতে চায় নেতানিয়াহুর পরিচালিত কট্টরপন্থী সরকার।”
প্রসঙ্গত, ইসরাইলি পরিসংখ্যান বলছে, দখলকৃত পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ২০ হাজার ইহুদি বসবাস করে। গত জুলাই মাসে এসব ইহুদিদের পশ্চিম তীর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। আদালতের মতে, বছরের পর বছর ধরে ‘অবৈধভাবে’ পশ্চিম তীর দখল করে বসবাস করছে এসব ইহুদিরা।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরেও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে দখলদার বাহিনী। গত এক বছরে পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে ১৬ হাজার ৬৬৩টি আক্রমণ চালিয়েছে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে শহীদ হয়েছেন ৭৬৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৬ হাজার ৩০০ জন। শুধু তাই নয়, উৎখাত করা হয়েছে ২৮ টি বেদুইন সম্প্রদায়কে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











