শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে মাদকসহ ২ ভারতীয়কে আটক করেছে বিজিবি

কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে আদালতে তোলা হলে, আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

রোববার (৩ নভেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করে বিজিবি।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।

১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান থেকে দুই ভারতীয় তরুণকে আটক করে। এ সময় তাদের সঙ্গে চারটি বিয়ার ক্যান পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিকদেরকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বিজিবির মামলা দায়ের শেষে ভারতীয় ওই দুই নাগরিককে রোববার কুমিল্লার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ