শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

নস্যাৎ হলো হিন্দুত্ববাদী ষড়যন্ত্র; বৈধতা পেল উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা

ভারতে বেশ আগে থেকেই মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে উগ্র হিন্দুত্ববাদীরা। যার দরুন গত মার্চ মাসে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

তবে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) এই রায়কে খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে স্বস্তি ফিরেছে যোগীরাজ্যের মুসলিমদের মধ্যে।

গতকাল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ এ রায় ঘোষণা করে। তবে রায়ে উত্তরপ্রদেশ সরকারকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার মান প্রয়োগের উপর গুরুত্বের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে উত্তরপ্রদেশে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন’ নামে একটি আইন তৈরি করেছিল তৎকালীন সমাজবাদী পার্টির সরকার। তবে উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর এই আইনকে অসংবিধানিক উল্লেখ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করে। এলাহাবাদ হাইকোর্টের মামলার রায় দেওয়া হয় হিন্দুত্ববাদীদের পক্ষে। ফলে সংশয়ের মুখে পড়ে উত্তর প্রদেশের ১৭ লাখ মাদ্রাসা ছাত্র-ছাত্রী ভবিষ্যৎ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ