মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

কুর্দিদের সমর্থনের বিষয়ে আমেরিকাকে পুনঃ বিবেচনার আহ্বান তুরস্কের

বিগত কয়েক বছর ধরে সিরিয়ার সন্ত্রাসী সংগঠন কুর্দিদের সমর্থন জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি তাদের কাছে গোপনে অস্ত্র ও গোলাবারুদও সরবরাহ করার অভিযোগ রয়েছে ওয়াশিংটনের বিরুদ্ধে। এসব অস্ত্রে সজ্জিত হয়ে তুরস্কের মাটিতে একের পর এক হামলা চালিয়েছে কুর্দিরা। ফলে মারা গেছে হাজার হাজার তুর্কি নাগরিক। আর তাই এবার যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী গোষ্ঠীটিকে সমর্থনের বিষয়ে পুনরায় বিবেচনা করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

সোমবার (১১ নভেম্বর) তুরস্কের মিল্লিয়েত নামক একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছি যে, সিরিয়ার সন্ত্রাসী সংগঠন কুর্দিদের সাথে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে তা বন্ধ করা প্রয়োজন।”

ফিদান আরো জানান, কুর্দি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথোপকথন বৃদ্ধি পেয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও বেশ আগ্রহ দেখাচ্ছে।

এদিকে, উত্তর সিরিয়ার কুর্দি এলাকায় আরো একটি আক্রমণের পরিকল্পনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। যার মূল উদ্দেশ্য একটি নতুন নিরাপত্তা এলাকা তৈরি করা। এছাড়া সিরিয়া থেকে সম্ভাব্য মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ