বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলের পর্যটন ব্যবসায় ধস; বেকার হয়েছেন হাজারো মানুষ

গাজ্জা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যার ফলে ৯০টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ চাকিরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংবাদমাধ্যমগুলো চ্যানেল-১২।

চ্যানেল ১২ প্রতিবেদনে জানায়, গাজ্জা যুদ্ধের প্রভাবে ইসরাইলি হোটেল বন্ধের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। এর পাশাপাশি বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পর্যটন খাতের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধানে রয়েছে। টেলিভিশন নেটওয়ার্কটির একজন প্রতিবেদক জানিয়েছেন, পর্যটন খাতে ৮৫ শতাংশেরও বেশি ঘাটতি দেখা গেছে।

চ্যানেল ১২ আরও জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।

হিব্রু ভাষায় প্রকাশিত সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ লিখেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে ছোট ব্যবসার ৮০ শতাংশই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী গাজ্জা উপত্যকায় অবৈধ অভিযানের পর থেকে ইসরাইলের পর্যটন খাতে প্রায় ১৯.৫ বিলিয়ন শেকেল (৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।

সূত্র: ইরনা

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img