মুফতী সালাহউদ্দীনকে সভাপতি, মুফতী ইমরানুল বারী সিরাজীকে সাধারন সম্পাদক ও এহতেশামুল হক সাখীকে সাংগঠনিক সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পল্টন জোনের ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইসলামী ফাউন্ডেশন মিলনায়তে আয়োজিত কাউন্সিলে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন জোন আহ্বায়ক মুফতী ইমরানুল বারী সিরাজী।
কাউন্সিলে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতী জাবের কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী আজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ শরিফুল্লাহ প্রমূখ।
কমিটির তালিকা নিম্নরূপ: প্রধান উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, উপদেষ্টা মণ্ডলী মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা আব্দুল হাফিজ কাসেমী, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আফসার আহমদ, মাওলানা মামুনুর রশীদ, হাজী মোহাম্মদ আব্দুল গাফফার, আলহাজ্ব রুহুল আমিন, মাওলানা আব্দুল মোতালিব, উবাইদুর রহমান, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান।
সভাপতি মুফতী সালাহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুফতী যোবায়ের রশিদ, সহ-সভাপতি মুফতী মুহিব্বুর রহমান (ওয়ারী), মুফতী মোহাঃ ইউসুফ (মতিঝিল), মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান (পল্টন), মুফতী আব্দুল গাফফার খান (রমনা), মাওলানা আখতারুজ্জামান (রমনা), মাওলানা শিব্বির আহমদ (হাতিরঝিল), মাওলানা আল আমিন (পল্টন), মুফতী বশির আহমদ (শাহবাগ), মাওলানা আব্দুল আজিজ (রমনা), মাওলানা বশিরুল্লাহ (হাতিরঝিল), মুফতী যুবায়ের আহমদ (মতিঝিল), মাও. মুহাম্মদ হোসাইন আকন্দ (পল্টন), মাওলানা মামুন চৌধুরী (রমনা), মাওলানা আজহারুল ইসলাম নোমানী (পল্টন), মাওলানা আমজাদ (হাতিরঝিল), মুফতী জাহিদুল ইসলাম (পল্টন), মাওলানা দেলোয়ার হোসাইন আজমী (পল্টন), মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ, মাওলানা আবুল কালাম (হাতিরঝিল), মুফতী রেদওয়ানুল বারী সিরাজী (পল্টন), সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহকারী সাধারণ সম্পাদক, মাওলানা খাইরুল বাশার (পল্টন), মাওলানা আব্দুর রহমান, মাওলানা খলিলুর রহমান (শাহবাগ), মুফতী শফিকুল ইসলাম (ওয়ারী), মাওলানা আব্দুর রহমান (হাতিরঝিল), মুফতী ইসহাক মাহমুদ রফিকী (মতিঝিল), সাংগঠনিক সম্পাদক, মুফতী এহতেশামুল হক সাখি, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ (রমনা), বান্দা ইমদাদুল্লাহ (শাহবাগ), মাওলানা আবু ইউসুফ, আব্দুর রহমান (মতিঝিল), মাওলানা মঞ্জুরুল হক (মতিঝিল), মাওলানা বোরহানউদ্দিন (পল্টন) অর্থ সম্পাদক, মাওলানা আব্দুল হালিম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা শামছুদ্দিন (পল্টন), মাওলানা এনামুল হক শামিম (রমনা), মাওলানা শহীদুল্লাহ (শাহবাগ), প্রচার সম্পাদক মুফতী আসাদুল্লাহ জাকির, সহকারী প্রচার সম্পাদক গাজী আহমদ আব্দুল্লাহ মুসা (পল্টন), মুফতী আখতারুজ্জামান (মতিঝিল), মাওলানা রইয়ান মাহমুদ (মতিঝিল) দপ্তর সম্পাদক মুফতী মোহাম্মদ নোমান, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা আজিজুর রহমান (শাহবাগ), মাওলানা মাহমুদুল হাসান (রমনা),মাওলানা মাসুদুর রহমান (শাহবাগ), দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আমিনুল হক (টাবি শাহবাগ), সহকারী দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা বাইজিদ আহমদ (রমনা), উবাইদুর রহমান (পল্টন) শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ারুল হক (পল্টন), সহকারী শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতী সাইফুল্লাহ (হাতিরঝিল), মুফতি উবায়দুর রহমান হাম্মাদ (মতিঝিল), মুফতী সুহাইল জামিল (রমনা), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ (রমনা), সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা ওয়াহিদুজ্জামান বদর (শাহবাগ), মাওলানা ফারুক আহমেদ (হাতিরঝিল), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সায়েম আল হাসান (পল্টন), সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদী ইকবাল (শাহবাগ), আইন বিষয়ক সম্পাদক হাফেজ মাও. এড. শাইখুল ইসলাম (পল্টন), সহকারী আইন বিষয়ক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন (মতিঝিল), মাওলানা আবুল হাসান (পল্টন), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শাফায়াত (পল্টন), সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান (শাহবাগ), মাওলানা ওবায়দুল্লাহ (হাতিরঝিল), ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাওলানা আনিসুর রহমান (মতিঝিল), সহকারী ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ (রমনা), মাওলানা রফিকুল্লাহ (শাহবাগ), মোহাঃ মুহসিন (পল্টন), ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন (পল্টন), সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সামিউল ইসলাম (রমনা), জুবাইর ফরিদ, মাওলানা আশেকে এলাহী (রমনা),
সদস্য- মাওলানা আমিনুর রহমান (পল্টন), মুফতী ইউসুফ আল-আদনান (শাহবাগ), হাফেজ মাও. আনোয়ারুল ইসলাম (পল্টন), মুফতি মোস্তাফিজুর রহমান (হাতিরঝিল), মাওলানা মাহাবুবুর রহমান (হাতিরঝিল), মাওলানা ফুরকান হাসান (হাতিরঝিল), মাওলানা মোহাম্মদ উল্লাহ (হাতিরঝিল), মুফতী খুরশিদ আলম, মাওলানা ত্বহা, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা গাউছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা ইয়াছিন, আব্দুর রাজ্জাক, হাজী সবুজ, হাফেজ নুরুল আমিন, হাজী মুহাম্মদ জাকির, মোঃ হাসানুর রহমান, মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ মুহসিন