চট্টগ্রাম তা’লীমুল কোরআন কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশ এর উদ্দোগ্যে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত ক্বেরাত সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম তা’লীমুল কোরআন কমপ্লেক্স এর চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়ব।
ক্বেরাত সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার উপ-পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলিল।
ক্বেরাত সম্মেলনে ক্বেরাত পরিবেশন করেন শায়খ ক্বারি মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি মিশর,ক্বারি রজাঈ আইয়ুব তানজেনিয়া,ক্বারি ফারদান আদম আফ্রিকা,ক্বারি সালমান হাবিব পাকিস্তান ও ক্বারি জিসান হানিফ পাকিস্তানসহ বাংলাদেশের খ্যাতনামা ক্বারিগন।