শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি

এবার বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেয়া হলো। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেয়া হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে জানায়, রুশ ভাষায় লেখা ই-মেলটি আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে।

এদিকে দিল্লির কয়েকটি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেয়া হয়েছে।

এনডিটিভির আরও এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্যতম।

এর আগে গত ৯ ডিসেম্বরে দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ