বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

হেফাজত ইসলামের খুলনা জেলার কমিটি গঠন

দেশের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের খুলনা জেলার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) খুলনার জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসায় হেফাজতের খুলনা জেলার কমিটি গঠন উপলক্ষে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে হেফাজতের খুলনা জেলার মাওলানা মুস্তাক আহমাদকে সভাপতি এবং মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একই সাথে মাওলানা সাখাওয়াত হুসাইনকে সভাপতি এবং মুফতী গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ।

খুলনা জেলার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুস্তাক আহমাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আরেক কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, কেন্দ্রীয় সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর।

অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন, মাওলানা মুস্তাক আহমাদ, মুফতী আব্দুল হাই, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মুফতী জিহাদুল ইসলাম, মাওলানা শরীফ সাঈদুর রহমান, মাওলানা ওলিউল্লাহ মাহমুদ, মুফতী জাকির হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা ফজলুল করীম, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা মোশাররফ হুসাইন, মাওলানা নাসির উদ্দীন কাসেমী প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img