পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে ছাত্রী আঞ্জুমানারাকে নেকাব না খোলায় হেনস্তা করা, পর্দা বিধানকে অবমাননা করা ও হেনস্থাকারী শিক্ষক কামাল হোসেন মজুমদারের বহিষ্কার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে পর্দা করা ফরজ। প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। ইসলাম ধর্মের চিহ্ন হচ্ছে পর্দা। এই পর্দাকে অবমাননার দায়ে শিক্ষক কামাল হোসেনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও কলেজ থেকে বহিষ্কার করতে হবে।
উল্লেখ গত শুক্রবার (১৩ ডিসেম্বর) মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছেন মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার।
পরে স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ ও প্রশাসনের সামনে অভিযুক্ত শিক্ষক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।