বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

সিরিয়ার চাবি এরদোগানের হাতে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়াতে ভবিষ্যতে কী হতে যাচ্ছে, সেটার অনেক কিছু নির্ভর করছে তুরস্কেরে ওপর। দেশটির চাবি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হাত।

স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প এরদোগানের প্রশংসা করে বলেন, এরদোগানকে আমি মহান মনে করি। তিনি একটি অত্যন্ত বলিষ্ঠ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন।

তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে, অনেক কিছুই এখনও অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে। তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি, যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি।

সংবাদ সম্মেলনে সিরিয়ায় অবস্থানকারী মার্কিন সেনাদের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি তুর্কি সামরিক বাহিনীর শক্তি ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img