মস্কোতে বোমা হামলায় রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা বাহিনীর সিনিয়র জেনারেল ইনচার্জ ও বিশেষ ইউনিটের প্রধান ইগর কিরিলভ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রুশ তদন্ত কমিটির এক বিবৃতিতে এই পরমাণু প্রতিরক্ষা প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে ইলেক্ট্রিক স্কুটার বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হয়েছেন। স্কুটারটিতে বিস্ফোরক যন্ত্র লুকিয়ে রাখা হয়েছিলো। বিস্ফোরণের ঘটনায় তার সহকারীরও মৃত্যু হয়।
আইন কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএসএসের খবরে বলা হয়, স্কুটারে লুকানো বিস্ফোরকটি ৩০০ গ্রাম টিএনটির (বিস্ফোরক শক্তির পরিমাপ) সমমান শক্তিশালী ছিলো।
আল জাজিরার রুশ প্রতিনিধি জানান, বিস্ফোরণ এত শক্তিশালী ছিলো যে এর প্রভাব বিস্ফোরিত স্কুটারের পাশের বিল্ডিংয়ের ৪র্থ তলা পর্যন্ত পৌঁছেছিলো।
রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এই হামলার জন্য ইউক্রেন ও আমেরিকা-ইউরোপ জোটের দিকে ইঙ্গিত করে বলেন, সামরিক পরাজয়ের অনিবার্যতা উপলব্ধি করে তারা শান্তিপূর্ণ ও নিরাপদ শহরগুলোতে কাপুরুষোচিত ঘৃণ্য হামলা শুরু করেছে।
অপরদিকে ইউক্রেনের ইন্টেলিজেন্স সিকিউরিটি সার্ভিস রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণ ঘটিয়ে দেশটির সেনাবাহিনীকে পরমাণু সুরক্ষা দেওয়া ও পরমাণু প্রতিরক্ষার বিশেষ ইউনিটের প্রধান কিরিলভকে হত্যার দায় স্বীকার করে নেয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ৫৪ বছর বয়সী রুশ জেনারেল কিরিলভ রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধান বা সিনিয়র জেনারেল ইনচার্জ ছিলেন। এছাড়া ২০১৭ থেকে পরমাণু প্রতিরক্ষা বাহিনীর কেমিক্যাল রেডিওলজিক্যাল ও বায়োলজিক্যাল নামের বিশেষ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যারা পরমাণুর পাশাপাশি তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক হামলার বিশেষ পরিস্থিতি সামাল দিতে কাজ করে থাকে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই বিশেষ ইউনিটের প্রধানের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভূমির কল্যাণে পশ্চিমাদের রাসায়নিক ও এজাতীয় অন্যান্য অস্ত্রের বিশেষত্ব ও সংশ্লিষ্ট অপরাধ উদঘাটনে কিরিলভ অকুতোভয় হয়ে কাজ করে গেছেন।
সূত্র: আল জাজিরা











