জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সাথে আমেরিকার সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছেন, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। যদিও এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।
সাম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মিলার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য আমরা তালেবানের সাথে সম্পৃক্ত হয়েছি। ঠিক একইভাবে জাতীয় স্বার্থ এগিয়ে নিতে সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) সাথেও সংযুক্ত হয়েছি আমরা।
প্রসঙ্গত, তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সাথে ঠিক কোন কোন বিষয়ে সম্পৃক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা উল্লেখ করেননি মিলার।
এবিষয়ে আফগানিস্তানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের সম্পৃক্ততার অর্থ গোটা আন্তর্জাতিক বিশ্বের সাথেই সম্পৃক্ত হওয়া। আগামীকাল অথবা এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যদি আফগানিস্তানকে স্বীকৃতি প্রদান করে, তাহলে ৪০ থেকে ৫০ টি দেশ তাৎক্ষণিক আফগানিস্তানকে স্বীকৃতি দেবে।
সূত্র: তোলো নিউজ











