ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধবিরতির লক্ষ্যে একটি ‘স্পষ্ট ও সমন্বিত’ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রী ও একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এই অঞ্চলে চলমান যুদ্ধের ইতি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়।
নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে বিজয়ের পর চলতি মাসের গোড়ার দিকে, যুদ্ধবিরতির আলোচনা গতিবেগ ফিরে পেয়েছে বলে শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি আশাবাদ ব্যক্ত করেছিলেন। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর আমরা অনুভব করেছি আলোচনায় গতি ফিরে এসেছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই তার আগত প্রশাসন একটি চুক্তি অর্জনের ব্যাপারে ব্যাপক উৎসাহ যুগিয়েছে।
সূত্র: এএফপি











