শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য প্রস্তুত তুরস্ক

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উচ্চশিক্ষার মান উন্নতির জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তুরস্ক।

গত সোমবার (৩০ ডিসেম্বর) আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রধানের সাথে বৈঠক করেছেন কাবুলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত।

বৈঠকে আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দলকে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে তুরস্ক। পাশাপাশি আফগানিস্তানের বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুর্কি রাষ্ট্রদূত সেঙ্ক উনাল।

বৈঠকে আফগানিস্তানের উচ্চ শিক্ষা মন্ত্রী শেখ নাদা মুহাম্মাদ নাদিম বলেন, আফগান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মান উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা প্রয়োজন। এসময় তিনি আরো বলেন, ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে আফগানিস্তান ও তুরস্কের মধ্যে ব্যাপক সাদৃশ্য রয়েছে।

বৈঠকে, আফগানিস্তানের ইঞ্জিনিয়ারিং, কৃষি ও ঔষধ শিল্পে বিজ্ঞানভিত্তিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুর্কি রাষ্ট্রদূত। পাশাপাশি আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img