বুধবার | ১৯ নভেম্বর | ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র গঠন হলে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, তারা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে রাজি আছেন। তবে এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট পথ তৈরি করতে হবে। এছাড়া ইসরাইল ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন যুবরাজ। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে প্রশ্ন করলে মুহাম্মাদ বিন সালমান বলেন, “আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। তবে আমরা সঙ্গে নিশ্চিত হতে চাই, দ্বিরাষ্ট্র সমাধানের ব্যাপারে আমরা একটি পরিষ্কার পথ নিশ্চিত করব।”

তিনি বলেন, “দ্বিরাষ্ট্র সমস্যার যেন একটি দ্রুত সমাধান পাই সেজন্য আমরা কাজ করব।”

ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে যুবরাজ বলেন, “আমরা ইসরাইলিদের জন্য শান্তি চাই। আমরা ফিলিস্তিনিদের জন্য শান্তি চাই। আমরা চাই তারা একসঙ্গে এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।”

যুবরাজ উত্তর দেওয়ার সময় পাশ থেকে তখন ট্রাম্প বলেন, “আমি এ ব্যাপারে প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করতে চাই না। কিন্তু আব্রাহাম চুক্তি নিয়ে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা এক রাষ্ট্র, দ্বিরাষ্ট্র নিয়ে কথা বলেছি। এ ব্যাপারে আমরা আরও আলোচনা করব। আব্রাহাম চুক্তির ব্যাপারে বিন সালমানের অনুভূতি বেশ ভালো।”

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img