উত্তর গাজ্জার জাবালিয়ায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচ সেনাকে নিহত করেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস।
সোমবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ খবার জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেডস জানায়, উত্তর গাজ্জায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা ৫ জন ইসরাইলি সেনাকে নিহত করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, হামাস যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। যার ফলে ওই জীপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে।









