উত্তর গাজ্জার বেইত হানুন এলাকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর হামলায়, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক সেনা নিহত ও তিন সেনা আহত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে টাইমস অফ ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটজ (২৩)। তিনি কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এছাড়াও হামাসের এই হামলায় আরও তিন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে।









