শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান : গিরিরাজ সিং

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশে বানাতে চান বলে অভিযোগ করেছেন ভারতের টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং।

তিনি বলেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এমন রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি বেসরকারি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বক্তব্যে মমতা ব্যানার্জীকে লক্ষ্য করে আক্রমনাত্মক ভাষা ব্যবহার করেন এ বিজেপি নেতা।

গিরিরাজ সিং বলেন, আমাদের গ্রামে ষাঁড় লাল কাপড় দেখলেই রেগে যায়। ঠিক সেভাবেই কেন্দ্রীয় সরকারের নাম শুনলেই মমতা দিদি রেগে যান। সেন্ট্রাল এজেন্সির নাম শুনলেই রেগে যান। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এলেই মারো বলে নির্দেশ দেন। আর এখন আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকারী বিএসএফ’কেও বদনাম করার পরিকল্পনা চলছে।

তিনি বলেন, রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য মমতা দিদি রেড কার্পেট পেতে রেখেছেন। পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশের করিডর হয়ে উঠেছে। রাজ্যের বাইরে যত বাংলাদেশি পাওয়া যায়, তাদের সবার ঠিকানা কেন পশ্চিমবঙ্গ বা কলকাতা হয়?

তিনি আরও বলেন, মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তার কারণে পশ্চিমবঙ্গে দেশি মুসলিমদের চেয়ে রোহিঙ্গা আর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img