শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

৩২ বছর ধরে গোসল করে না ভারতীয় সাধু গঙ্গাপুরী মহারাজ!

ভারতে কুম্ভমেলায় এবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ৩২ বছর ধরে গোসল না করা ভারতীয় সাধু গঙ্গাপুরী মহারাজ, ওরফে ছোটু বাবা। অথচ নিজে গোসল না করলেও ভক্তদের গঙ্গায় পুণ্যস্নানে উৎসাহিত করছেন তিনি। কেউ কেউ তো তাকে দেখে ছবি তোলার জন্য ভিড় জামাচ্ছেন!

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

৩২ বছর ধরে গোসল না করা এই সাধুর বয়স ৫৭ বছর, উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি। তার এই কম উচ্চতার কারণে তাকে অনেকেই ছোটু বাবা বলে ডাকেন।

এই সাধু নিজেই জানিয়েছেন তার এই কম উচ্চতা তার দুর্বলতা নয়, বরং শক্তি। এ কারণেই তাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। একটি সংকল্পের কারণে তিনি ৩২ বছর ধরে গোসল করেননি। কিন্তু কী সেই সংকল্প, তা কাউকেই প্রকাশ করেননি তিনি।

গঙ্গাপুরী মহারাজ বলেন, শরীরের থেকে অন্তরকে পবিত্র রাখা গুরুত্বপূর্ণ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ