শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে মন্দিরের টাকা-পয়সা চুরি করে পালালো ইসকন কর্মী

ভারতে উত্তর প্রদেশ রাজ্যের মথুরায় মন্দিরের বিপুল পরিমাণ অর্থ ও রসিদ বই নিয়ে পালিয়ে গেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকন কর্মচারী মুরলিধর দাস। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মন্দিরের পিআরও রবি লোচন দাস জানান, অভিযুক্ত মুরলিধর দাসের কাজ ছিল দান করা টাকা সংগ্রহ করা এবং সময়ে সময়ে মন্দির কর্তৃপক্ষের কাছে সেসব টাকা জমা করা। যাচাই-বাছাইয়ের পর জানা যাবে ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা রেখেছেন।

তিনি জানান, এর আগেও সৌরভ নামে এক ব্যক্তি অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে সেসব উদ্ধার করার আগেই তিনি মারা যান।

পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার বলেছেন, শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস একটি এফআইআর দায়ের করেছেন।

পুলিশ জানায়, টাকার পাশাপাশি সে ৩২টি শিট সম্বলিত রসিদ বই নিয়েও পালিয়ে যায়।

এফআইআর অনুসারে, মুরলিধর দাস ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের রাউগঞ্জ ভাসার শ্রীরাম কলোনীর বাসিন্দা নিমাই চাঁদ যাদবের ছেলে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ