বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

আফগানিস্তানে মানবিক সাহায্য বন্ধ করতে ট্রাম্পের নিকট চিঠি দিলেন মার্কিন কংগ্রেসম্যান

গত দুই দশক ধরে আমেরিকার নিষ্ঠুরতা ও বোমা হামলার ছোবলে বিপর্যস্ত হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। শুধু তাই নয়, কাবুলের ওপর আরোপ করা হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। পাশাপাশি জব্দ করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ। ঠিক এমন সংকটময় সময়ে, যখন আফগানিস্তান অর্থনৈতিক পুনর্গঠনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তখনই কংগ্রেসম্যান টিম বার্চেট দেশটিতে মানবিক সহায়তা বন্ধের দাবি জানিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি), এই ইস্যুতে তিনি নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক চিঠি পাঠিয়েছেন, যেখানে মানবিক সহায়তা বন্ধের জন্য সরাসরি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বার্চেট লিখেছেন, “আমি অযথা বৈদেশিক সাহায্য বন্ধ করে আমেরিকানদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানাচ্ছি আপনার কাছে।”

এদিকে, মার্কিন কংগ্রেসম্যানের এই চিঠির প্রতিক্রিয়া দেখিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। সাহায্য অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারী।

তিনি বলেন, “রাজনীতি থেকে অর্থনৈতিক বিষয়গুলোকে আলাদা রাখা উচিত। আফগান জনগণকে সাহায্য করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দায়িত্ব।”

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img